• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ফরিদপুরের সড়কে ঝরল জামাই-শ্বশুরের প্রাণ


ফরিদপুর প্রতিনিধি: জুন ২১, ২০২৪, ০২:৫০ পিএম
ফরিদপুরের সড়কে ঝরল জামাই-শ্বশুরের প্রাণ

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় জামাই-শ্বশুর নিহতের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আরও আহত হয়েছে একই পরিবারের ৮ জনসহ মোট ৯ জন।

বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী হাসপাতালের কাছে এই সড়ক দুর্ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে ইজিবাইকে করে একই পরিবারের ১০ জন মধুখালীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

মধুখালী হাসপাতালের কাছে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহন ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ সকল যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে মিরাজ হাওলাদার (৫২) ও সুমন খান (৩০) নামের দুইজন নিহত হন। সম্পর্কে তারা জামাই-শ্বশুর।

বর্তমানে আশংকাজনক অবস্থায় শারমিন (২২) ও মিমিকে (৩) ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকি ৭ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে ভর্তি রাখা হয়েছে। তারা হলেন, লিজা বেগম (৪০), শিরিন (২৫), সোনালী (১০), রাহাত বেপারী (২৩), মিলন (৩৫), জসীম (৪০) ও ইজিবাইক চালক (অজ্ঞাত)। নিহত ও আহতদের বাড়ী বরিশাল জেলায় বলে জানা গেছে।

মধুখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, নিহতদের লাশ ফরিদপুর মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

আইএ

Wordbridge School
Link copied!