• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নামাজ-পড়ালেখা নিয়ে শাসন করায় কলেজছাত্রীর আত্মহত্যা


নোয়াখালী প্রতিনিধি: জুন ২১, ২০২৪, ০৪:৫৩ পিএম
নামাজ-পড়ালেখা নিয়ে শাসন করায় কলেজছাত্রীর আত্মহত্যা

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে নামাজ এবং পড়ালেখার জন্য বকাঝকা করায় পরিবারের ওপর অভিমান করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন নুরজাহান আক্তার প্রকাশ পিও (১৭) নামের এক কলেজছাত্রী।

নিহত নুরজাহান উপজেলার চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্টাল হাসপাতাল এলাকার আব্দুল জব্বারের মেয়ে ও ভীমপুর হাই স্কুল থেকে এবার এসএসসি পাশ করে স্থানীয় একটি কলেজে ভর্তি হয়েছে।
 
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি। রাতে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং শুক্রবার (২১ জুন) সকালের মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পিও চলতি বছর স্থানীয় ভীমপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ না পড়া এবং নিয়মিত পড়ালেখা না করায় তার মা তাকে মৌখিক ভাবে শাসন করে। এতে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইএ

Wordbridge School
Link copied!