• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

৮ দিন বন্ধের পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু  


হিলি (দিনাজপুর) প্রতিনিধি জুন ২২, ২০২৪, ০২:২৭ পিএম
৮ দিন বন্ধের পর হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু  

দিনাজপুর: মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আটদিন বন্ধের পর আবারও হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

শনিবার (২২ জুন) দুপুরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থল বন্দর দিয়ে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল, তবে আজ থেকে বন্দরে গাড়ি প্রবেশের মধ্য দিয়ে ফের শুরু হয়েছে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল জানান, হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল আজহা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের মাঝে পাসপোর্ট ধারি যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। 

আইএ

Wordbridge School
Link copied!