• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ ছেলের জন্ম দিলেন ছকিনা


রাজবাড়ী প্রতিনিধি জুন ২৫, ২০২৪, ০৪:৪৫ পিএম
নরমাল ডেলিভারিতে একসঙ্গে ৩ ছেলের জন্ম দিলেন ছকিনা

রাজবাড়ী: রাজবাড়ীতে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ছকিনা বেগম নামে ৪০ বছর বয়সী এক গৃহবধূ।

সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১১ টার দিকে পাংশা শহরের আধুনিক ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে সন্তানের জন্ম দেন এই নারী। চিকিৎসক জানিয়েছেন ৩ নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

ছকিনা বেগম রাজবাড়ী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণাডাঙি গ্রামের কৃষক মো. বিল্লাল খানের স্ত্রী। এ দম্পতির আগের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

বিল্লাল খান জানান, তার স্ত্রী সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১০ টার দিকে প্রসব ব্যথা নিয়ে পাংশা আধুনিক ক্লিনিকে ভর্তি হন। পরে রাত ১১ টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে তার তিন ছেলে সন্তানের জন্ম হয়।

তিনি বলেন, আমার একসঙ্গে তিনটি ছেলে সন্তান হওয়ায় আমি খুবই আনন্দিত। আমার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনেরাও অনেক খুশি।

পাংশা আধুনিক ক্লিনিকের গাইনী কনসালটেন্ট ডা. আকতিনা হানি সুমনা বলেন, নরমাল ডেলিভারি করাতে পেরে আমরা অনেক খুশি। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন।

এমএস

Wordbridge School
Link copied!