• ঢাকা
  • শনিবার, ২৯ জুন, ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দিল বখাটে যুবক


নড়াইল প্রতিনিধি জুন ২৬, ২০২৪, ০৫:১০ পিএম
মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দিল বখাটে যুবক

নড়াইল: নড়াইলে মোটর সাইকেল ভাঙচুর করে মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালালো গোলক বিশ্বাস (২৯) নামে এক বখাটে যুবক। বুধবার (২৬ জুন) সলাক ৯টায় নড়াইল পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।  

বখাটে নেশাগ্রস্ত যুবক গোলক বিশ্বাস পৌর এলাকার ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, বখাটে যুবক গোলক প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিল। বুধবার সকাল ৯ টায় নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চায়।টাকা না দিলে মোটর সাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। 

এবিষয়ে জানতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। 

আইএ

Wordbridge School
Link copied!