• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারী এনজিও কর্মীর


জয়পুরহাট প্রতিনিধি জুন ২৭, ২০২৪, ১২:৪২ পিএম
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারী এনজিও কর্মীর

জয়পুরহাট: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় জুথী আক্তার (২২) নামে এক নারী এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষে ছাত্রী মরিয়ম আক্তার (২২)।  

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ী কলেজ  এলাকার জয়পুরহাট-ধামুইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

জুথী আক্তার জয়পুরহাট সদর উপজেলার ইছরা ঈশবপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে। তিনি ডিএমএসএস এনজিওর হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আহত নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী মরিয়ম আক্তার একই গ্রামের সোবহান আলীর মেয়ে।

ওসি হুমায়ুন কবির জানান, জুথী আক্তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জয়পুরহাট পৌর শহরে তার অফিসের উদ্দেশ্য রওনা হন। অন্যদিকে, ব্যাটারিচালিত অটোভ্যানে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী মরিয়ম আক্তার তার মাকে সঙ্গে নিয়ে প্রথম দিনের ক্লাসে যাচ্ছিলেন। পথে জুথী তার বান্ধবী মরিয়মকে অটোভ্যান থেকে নেমে নিয়ে তার নিজ মোটরসাইকেল উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। পথে মঙ্গলবাড়ি কলেজ গেটের সামনে বিপরীতমুখী পাথরবোঝাই এক ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুথী মারা যান। এঘটনায় মরিয়ম গুরুতর আহত হলে তাকে দ্রুত জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 

এমএস

Wordbridge School
Link copied!