• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জয়পুরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বান্ধবীর


জয়পুরহাট প্রতিনিধি  জুন ২৭, ২০২৪, ০২:০৯ পিএম
জয়পুরহাটে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বান্ধবীর

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ি এলাকায় ট্রাকের চাঁপায় জুঁথি (২২) ও মরিয়ম (২০) দুই বান্ধবীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৭টার দিকে জয়পুরহাট- ধামুইরহাট সড়কের সদর উপজেলার মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা জয়পুরহাট সদর উপজেলার ঈম্বরপুর গ্রামের এনতাদুল হকের মেয়ে এনজিও কর্মী জুথি সুলতানা (২২) ও ইছুয়া খাত্তা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী মরিয়ম (২০)

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট ডিএমএসের মঙ্গলবাড়ি শাখার হিসাব রক্ষক জুঁথি তার নিজের মোটরসাইকেল নিয়ে বান্ধবী মরিয়মকে জয়পুরহাট স্টেশনে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য রওনা দেয়। পথে মঙ্গলবাড়ি মেমোরিয়াল ডিগ্রী কলেজের সামনে সড়কে ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই বিথি ও হাসপাতালে নেওয়ার পর মরিয়মের মৃত্য হয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে মঙ্গলবাড়ি সরকারী কলেজের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

এমএস
 

Wordbridge School
Link copied!