রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ১৬ কেজি ১০০ গ্রাম ওজনের বিশাল আকারের একটি কাতল মাছ ধরা পড়েছে।
রোববার (৩০ জুন) ভোর ৬টার দিকে ফেরি ঘাটের অদূরে আন্ধারমানিক এলাকায় রাসেল জেলের জালে মাছটি ধরা পড়ে।
সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরী ঘাটে মাছটি আনলে প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ২২ হাজার ৫৪০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মাছটি ২৪ হাজার ১৫০ টাকায় বিক্রয় করেছি।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান জানান, নদীতে পানি ও স্রোত কম থাকায় জেলেদের জালে প্রতিদিন বড় বড় রুই,কাতল,মৃগেল,বাগাড়,পাঙ্গাস,ইলিশসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।
এমএস