• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

নওগাঁয় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে ‘উধাও’ স্বামী


নওগাঁ প্রতিনিধি জুন ৩০, ২০২৪, ১০:৪২ পিএম
নওগাঁয় হাসপাতালে স্ত্রীর লাশ রেখে ‘উধাও’ স্বামী

নওগাঁ : নওগাঁর মান্দায় হাসপাতালে মারা যাওয়া স্ত্রীর লাশ ফেলে রেখে উধাও হয়েছেন এক ব্যক্তি।

রোববার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান।

ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সূচনা আক্তার (৩৪) উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামের এমএ রাজ্জাকের স্ত্রী।

মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেশকাত রায়হান বলেন, বৃহস্পতিবার রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ অবস্থায় সূচনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সতিনের সঙ্গে ঝগড়া লেগে তিনি একসঙ্গে ৪০টি প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

রাজ্জাকের মা ফাতেমা বেগম বলেন, পুত্রবধূ সূচনার বাবার বাড়ি ঢাকায়। ঈদের দুদিন পর সূচনা আমাদের বাড়িতে আসে। কিন্তু বাড়িতে ছেলের আরেক স্ত্রী থাকায় দুই সতিনের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।

এর জেরে বৃহস্পতিবার রাতে সূচনা একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

এদিকে, রোববার সকালে স্ত্রী সূচনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে রাজ্জানকে আর পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটিও বন্ধ রয়েছে।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী সন্ধ্যায় জানান, ওই নারীর স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!