• ঢাকা
  • সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 


লক্ষ্মীপুর প্রতিনিধি:  জুলাই ৪, ২০২৪, ০৯:৫৮ পিএম
ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

লক্ষ্মীপুর: বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেলপথ চুক্তি বাতিলসহ দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবিতে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল করেছে। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি মহিউদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, দফতর সম্পাদক আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মোখলেসুর রহমান ও ছাত্র আন্দোলন জেলা সভাপতি রেদোয়ান হোসাইন প্রমুখ। 

সংগঠনের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, অবিলম্বে ভারতের সঙ্গে দেশবিরোধী ১০টি চুক্তি বাতিল করতে হবে। ভারতের রেলের কোন বগি এ দেশের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না। এ সরকার দেশের মানুষকে ধোকা দিচ্ছে। ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে। 

এআর

Wordbridge School
Link copied!