• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

নাগেশ্বরীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ১৫টি গ্রাম প্লাবিত


কুড়িগ্রাম প্রতিনিধি জুলাই ৬, ২০২৪, ০৯:৫০ পিএম
নাগেশ্বরীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে ১৫টি গ্রাম প্লাবিত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গায় দুধকুমর নদীর পশ্চিম তীরে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ১০০ মিটার ভেঙ্গে হু হু করে বাড়ছে পানি এ পর্যন্ত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গবাদিপশু নিয়ে দূর চিন্তায় রয়েছেন শত শত পরিবার। 

উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের দুধকুমর নদীর পশ্চিম তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই জায়গায় ভেঙ্গে গেছে। এতে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে এবং নাগেশ্বরী পৌরসভাসহ বেরুবাড়ী ইউনিয়ন,রায়গঞ্জ ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি এতে তলিয়ে গেছে শত শত পরিবার। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে পানি ঢুকছে। ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে, বাঁধ রক্ষায় কাজ করছেন স্থানীয়রা।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মো. সিব্বির আহমেদ জানান, বাঁধ রক্ষায় কাজ করছে উপজেলা প্রশাসন, ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে।

এআর
 

Wordbridge School
Link copied!