• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

নওগাঁয় পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু 


নওগাঁ প্রতিনিধি জুলাই ৭, ২০২৪, ০৩:৩৯ পিএম
নওগাঁয় পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু 

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে লক্ষণ (৩) ও রাম (৩) নামের যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২ টায় উপজেলার খেলনা ইউনিয়নের পশ্চিম চকভবানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু লক্ষণ ও রাম ওই গ্রামের সুজিত ওরাওঁ এর যমজ সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের খাবার খেয়ে ওই দুই ভাই বাড়ির পাশে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে সবার অগোচরে দুই ভাই বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে দুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানায় অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়েই তারা পানিতে ডুবে মারা গেছে।

এমএস

Wordbridge School
Link copied!