• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাথরঘাটায় হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল  


বরগুনা (পাথরঘাটা) প্রতিনিধি জুলাই ৭, ২০২৪, ১০:০০ পিএম
পাথরঘাটায় হত্যাকারীদের বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল  

বরগুনা: পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. সহিদ (৫৫) নামের এক বৃদ্ধকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। এই ঘটনার সাথে জড়িত জাকির বিশ্বাস, রুবেল বিশ্বাস, নাসির বিশ্বাস ও সোবাহান বিশ্বাসের ফাঁসির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্বজনরা ।

শনিবার (৬ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২নম্বর ওয়ার্ডের চল্লিশঘর নামক এলাকায় তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত সহিদ পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২নম্বর ওয়ার্ডের মৃত বাহার আলীর ছেলে। নিহত সহিদ এলাকায় পিলার সহিদ নামে পরিচিত।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ চরদুয়ানী ৩নম্বর ওয়ার্ডে মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে মো. নাসির বিশ্বাস, মো. লাল মিয়া হাওলাদারের ছেলে মো. রাসেল হাওলাদার ও হারুন হাওলাদার, আফজাল মল্লিকের ছেলে রিমন মল্লিক, খলিলুর রহমানের ছেলে নাজমুল, মৃত আব্দুর রশিদের ছেলে খলিলুর রহমান এবং দক্ষিন চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের সগির হাওলাদারের ছেলে মো. সুমন।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে কুপিয়ে জখম করে রেখে যায় দূর্বৃত্তরা। পরবর্তীতে স্বজনরা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা অবস্থায় ৩ঘণ্টা পরে রাত ১টার দিকে তিনি মারা যায়।

নিহত শহিদের স্ত্রী আমেনা বেগম জানান, রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে আসার পথে মন্নান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৩৫), জাকির বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (২৫), নুরু মল্লিকের ছেলে আব্বাস মল্লিকসহ (৪০) ৫/৬ জন তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাত দেড়টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, মৃত্যুর আগেই অভিযুক্তদের বিরুদ্ধে সহিদ মামলা করেছিলেন। বর্তমানে মামলা চলমান আছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সহিদের মরদেহ রাতেই উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এআর

Wordbridge School
Link copied!