Menu
ফাইল ছবি
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে বোমা নিক্ষেপ করেছে আরাকান আর্মি। এতে এক রোহিঙ্গা নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। রোববার (৭ জুলাই) নাফ নদীর সোনার ডেইল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গার নাম জুবাইর। আহতরা হলেন, জাবের ও শুক্কুর। তারা সবাই টেকনাফ লেদা ক্যাম্পের বাসিন্দা। আহত শুক্কুর এখনো নিখোঁজ রয়েছে।
টেকনাফ থানার ওসি ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, এই ৩ রোহিঙ্গা যুবক নাফ নদীর সোনার ডেইল পয়েন্টে কাঁকড়া ধরতে যায়। এ সময় তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে আরাকান আর্মি। এতে ঘটনাস্থলে জুবাইর নামক এক রোহিঙ্গা নিহত হয়। আহত হয় আরো ২ জন। তাদের মধ্যে এখনো একজন নিখোঁজ রয়েছে।
নিহত জুবাইরের মরদেহ টেকনাফ মডেল থানায় রাখা হয়েছে। সকালে টেকনাফ থেকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা যাবে বলে জানা যায়।
এছাড়া গুরুতর আহত জাবেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT