• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

পঞ্চগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ


পঞ্চগড় প্রতিনিধি জুলাই ৮, ২০২৪, ০১:৪৫ পিএম
পঞ্চগড়ে নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

ফাইল ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় তালমা নদীতে মাছ ধরতে গিয়ে মোস্তাফিজুর রহমান (২৬) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের ফকিরপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় তালমা নদীতে যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবক ওই এলাকার কবীর হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজের পাশাপাশি পঞ্চগড় সদর ইউনিয়নের ইউনিয়ন আনসার কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন। মোস্তাফিজুর শখের বসে মাছ ধরতেন বলে জানিয়েছে তার পরিবার।

এদিকে নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে নদীর দুই ধারে শত শত স্থানীয় মানুষজন জড়ো হন।

নিখোঁজ যুবকের পরিবারের বরাত দিয়ে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান বলেন, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তালমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। রোববার দুপুরে স্থানীয় যুবক রানাসহ (২৩) বাড়ির পাশের তালমা নদীতে মাছ ধরতে যান মোস্তাফিজুর রহমান। মাছ ধরার এক পর্যায়ে ফিকা জাল হাতে নিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে যেতে শুরু করেন দুজন। তবে নদীতে পানির স্রোত বেশি থাকায় রানা ফিরে এলেও অপর পাড়ের কাছাকাছি চলে যান মোস্তাফিজুর। এক পর্যায়ে নদীর পানিতে তলিয়ে যান তিনি। পরে কিছুদূরে গিয়ে হাত উচিয়ে তাকে দেখা গেলেও পরে আর তার দেখা মেলেনি। পরে স্থানীয় যুবকেরা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও পানির স্রোত বেশি থাকায় নদীতে বেশিক্ষণ থাকতে পারেনি। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানায় খবর দেওয়া হয়।’

এসআই

Wordbridge School
Link copied!