• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সেপটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু 


কুড়িগ্রাম প্রতিনিধি জুলাই ৮, ২০২৪, ০৩:২৮ পিএম
সেপটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেফটি ট্যাঙ্কে পড়ে রোজা মনি নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই লম্বা গ্রামে। মৃত  শিশু ওই গ্রামের আহিদুল ইসলামের মেয়ে। এই ঘটনায় ওই শিশুর পরিবারে শোকের মাতম চলছে। 

এলাকাবাসি সূত্রে জানা গেছে, ৮ জুলাই সোমবার সকাল ৯ টার দিকে বাড়ী রান্না শেষে আহিদুল ও তার স্ত্রী খাওয়ার জন্য বসার পর শিশু সন্তানকে না দেখতে পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে, পরে তাদের নিজের বাড়ির সেফটি ট্যাংকের ভিতর ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান জানান, ঘটনায় ফুলবাড়ী থানা একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!