• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ডাসারে সরকারি স্কুল মাঠ দখল করে শিক্ষিকার ধান রোপন


মাদারীপুর প্রতিনিধি জুলাই ৮, ২০২৪, ০৬:০৩ পিএম
ডাসারে সরকারি স্কুল মাঠ দখল করে শিক্ষিকার ধান রোপন

মাদারীপুর: ডাসারে মোসা. রিনা বেগম নামে একজন সহকারী শিক্ষিকার বিরুদ্ধে সরকারি স্কুলের মাঠ দখল করে ধানের চারা রোপনের অভিযোগ উঠেছে।

এতে করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। উপজেলার ১৪৭ নং মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘটে এ ঘটনা।
 
সোমবার (৮ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৪৭ নং মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিনা বেগম ও তার স্বামী শহীদ চৌকিদার মিলে একই বিদ্যালয়ের মাঠে বেড়া দিয়ে ধানক্ষেতের বীজ রোপণ করছেন। এতে করে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায়।এদিকে এই ঘটনা এলাকায় জানাজানি হলে সচেতন মহলের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় সচেতন ব্যক্তি বলেন, সহকারী শিক্ষিকা রিনা বেমগের বাড়ি স্কুলের পাশে হওয়ায় তিনি ও তার স্বামী শহীদ চৌকিদার স্কুলকে ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করেন।

অভিযুক্ত শিক্ষিকার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। প্রধান শিক্ষক মহিউদ্দিন কবিরাজ বলেন, আমি স্কুলের মাঠে ধানের বীজ রোপণ করতে তাকে নিষেধ করেছিলাম।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন,  স্কুলের খেলার মাঠে ধানের বীজ রোপণ করার কোনো অধিকার নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নিব।

এআর

Wordbridge School
Link copied!