• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


খুলনা ব্যুরো জুলাই ৯, ২০২৪, ১১:৪৮ এএম
খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

খুলনা: খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকায় যুবলীগ নেতা মোঃ আল আমিন (৪৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

তিনি ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও ওই এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর শেখের ছেলে।

সোমবার (৮ জুলাই) রাত ১০টার দিকে পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। দুর্বৃত্তরা তার ডান ও বাঁ পায়ের হাঁটু, বাঁ হাতের আঙ্গুলসহ বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে। নিহত আল আমিনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এসআই

Wordbridge School
Link copied!