• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ভাঙ্গুড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস


ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি  জুলাই ৯, ২০২৪, ০৮:৪৯ পিএম
ভাঙ্গুড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

পাবনা: ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বিভিন্ন বিল থেকে এসব জাল জব্দ করা হয়। 

দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদাসহ ভাঙ্গুড়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী সোনালীনিউজকে বলেন, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে প্রায় দেড় লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস ও নিষিদ্ধ জাল ব্যবহারকারী একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে।

এআর

Wordbridge School
Link copied!