• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর উদ্ধার হল শিক্ষার্থীর লাশ


ঠাকুরগাঁও প্রতিনিধি জুলাই ১০, ২০২৪, ০৪:৩৯ পিএম
নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর উদ্ধার হল শিক্ষার্থীর লাশ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ শিক্ষার্থী রায়হান ইসলামের (১৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার করে ফায়ারসার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১০ জুলাই) ১১ টায় পৌর শহরের সাহাপাড়া নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

গত সোমবার (৮ জুলাই) দুপুরে গোবিন্দনগর ইক্ষু খামার ইজতেমা সংলগ্ন নদীর ঘাটে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হয় কলেজ শিক্ষার্থী রায়হান ইসলাম।

এরপর ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে খোঁজাখুঁজি করলে লাশ না পেয়ে ডুবুরি দলকে খবর দেয়। পরে আজ ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। 

উল্লেখ্য যে, নিহত রায়হান সহ তার কয়েকজন বন্ধু মিলে গত সোমবার দুপুরে গোবিন্দনগর ইক্ষু খামার ইজতেমা সংলগ্ন টাঙ্গননদীর ঘাটে গোসল করতে নেমে সেখান থেকে সে ডুবে যায়। নিখোঁজের একদিন পর তার পরিবারের লোকজন জানতে পারলে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ লাস উদ্ধার করে।

এমএস

Wordbridge School
Link copied!