• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কুবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ


কুমিল্লা প্রতিনিধি জুলাই ১১, ২০২৪, ০৩:৫২ পিএম
কুবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

কুমিল্লা: কোটাবিরোধী আন্দোলন ঘিরে কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উদ্দেশে শিক্ষার্থীরা রওনা দিলে আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। এতে দুই সাংবাদিকসহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করছেন।

জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ৩টা থেকে ব্লকেড কর্মসূচি পালনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ। সেখান থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।   

আহত শিক্ষার্থীদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী জানান, আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। 

আইএ

Wordbridge School
Link copied!