• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

রেল লাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


রাজশাহী প্রতিনিধি: জুলাই ১২, ২০২৪, ০৬:১৩ পিএম
রেল লাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী: শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোললনে হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায় তাদের। পরে চার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রে বিক্ষোভ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেললাইনে এসে অবরোধ করেন তারা।

এদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি গ্রন্থাগারের সামনে শুরু হয়ে কলাভবন-শ্যাডো-হলপাড়া-মুহসিন হল হয়ে ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছে। এর ফলে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

আইএ

Wordbridge School
Link copied!