• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 


নড়াইল প্রতিনিধি জুলাই ১৫, ২০২৪, ০৩:০৭ পিএম
মধুমতি নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

ফাইল ছবি

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো.বিল্লাল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ঘাঘা এলাকায় মধুমতি নদীতে একটি মরদেহ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌছে নদী থেকে গলিত মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত বা কি কারনে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এস এম মো. বিল্লাল হোসেন জানান, লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে ভাঁসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। তবে মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসআই

Wordbridge School
Link copied!