দিনাজপুর: বড় পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের কারণে আশেপাশের প্রায় ১২ টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিপূরণ দেওয়ার নামে হয়রানির বিরুদ্ধে বড়পুকুরিয়ার পার্শ্ববর্তী কাজীপাড়া, বাঁশপুকুর, মথুরাপুর, বৈদ্যনাথর, শিব কৃষ্ণপুর, পাতিগ্রাম, পাঁচঘরিয়া, চৌহাটি, কালুপাড়া, গোপাল পাড়া, কাশিয়াডাঙ্গা, ও বৈগ্রাম সহ আশেপাশের প্রায় বিশ হাজার নারী পুরুষ মানববন্ধনে করেন।
ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে কয়লা খনি কর্তৃপক্ষ বারবার ক্ষতিগ্রস্তদের হয়রানি করছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন ১৫ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে কয়লা খনির গেট ঘেরাও সহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জীবন ও অসম্পদ রক্ষা কমিটির উপদেষ্টা হামিদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজওয়ানুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এসআই
আপনার মতামত লিখুন :