• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জুলাই ১৫, ২০২৪, ০৩:৫০ পিএম
গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নাজমুল হক বিপ্লব সভাপতি এবং আব্দুছ ছালাম সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে নির্বাচন পরিচালনা কমিটি  গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে নব নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

অপরাপর নির্বাচিতরা হলেন সহসভাপতি, আফাজউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ,আরশাদ আহমেদ, নির্বাহী সদস্য, অধ্যক্ষ শফিকুল কাদির, আতাউর রহমান মিন্টু, শেখ আবদুল আওয়াল, তফাজ্জল হোসেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি নাজমুল হক বিপ্লব বলেন, গফরগাঁও প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। উপজেলা পর্যায়ে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবটি বাংলাদেশের প্রাচীন একটি সাংবাদিক সংগঠন। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব বরেণ্য লেখক, সাংবাদিকদের। যারা এই স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে গণমানুষের কথা লিখেছেন এবং তাদের পাশে থেকেছেন।

সভাপতি বলেন, সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমরা আরো এগিয়ে যাব। সকলকে নির্মল শুভেচ্ছা।

এসআই

Wordbridge School
Link copied!