• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে জরিমানা 


হিলি (দিনাজপুর) প্রতিনিধি জুলাই ১৫, ২০২৪, ০৪:১৫ পিএম
হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অভিযোগে জরিমানা 

ছবি : প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অভিযোগে ৩ হোটেল মালিক এবং একটি ফার্মেসীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে হিলি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা সহকারী ভূমি কমিশনার মিলে যৌথ অভিযান পরিচালনা করেন।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, নিয়মিত হোটেলগুলোতে সাস্থ্যসম্মত  পরিবেশ বজায় রাখার জন্য আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অসাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর করার কারণে বাবা হোটেল, নির্মল হোটেল ও রুবেল হোটেল নামের তিনটি হোটেল মালিককে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং একটি ফার্মেসীকে ৩ হাজার টাকা মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তিনি।

এসআই

Wordbridge School
Link copied!