• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজারের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি  জুলাই ১৫, ২০২৪, ১০:০৬ পিএম
পূর্বধলা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ হাজারের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি

নেত্রকোনা: বনায়ন সৃষ্টি ও সৌন্দর্য বর্ধন কার্যক্রমের আওতায় পূর্বধলা রাজধলা বিলপাড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ জুলাই) বিকালে উপজেলার রাজধলা বিলপাড়ে বিভিন্ন ফলজ, বনজ গাছ রোপণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম খান, পূর্বধলা হেল্পলাইনের এডমিন মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা জেএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে আলম ছিদ্দিকি মামুন, উপজেলা রেডক্রিসেন্ট এর উপদেষ্টা আবু হানিফ তালুকদার রাসেল, আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো: মিঠু সরকার, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা শিশু ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংঘটনের সদস্যবৃন্দ। 

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান জানান, আমরা আজকে পূর্বধলা রাজধলা বিল পাড়ে ৪০০ টির অধিক বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলাব্যাপী ১০ হাজার গাছ রোপণ করব। গাছগুলো বড় হলে এর ফুল ও ছায়া এখানে আগত দর্শনার্থীদের প্রফুল্লতা আরো বাড়িয়ে দিবে।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, গাছ মানুষের পরম বন্ধু। কেননা প্রতি নিঃশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি তা গাছ থেকেই পাই। গাছ লাগানোর উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয় এবং পরিবেশ বান্ধব। 

এআর

Wordbridge School
Link copied!