• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পূর্বধলায় কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জুলাই ১৬, ২০২৪, ০৪:৩৫ পিএম
পূর্বধলায় কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ ও মানববন্ধন

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: কোটাবিরোধী আন্দোলনের নামে বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে কটুক্তি ও অসম্মানের প্রতিবাদে নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পূর্বধলা উপজেলার মুক্তিযোদ্ধারা। 

পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের উদ্যোগে মঙ্গলবার (১৬ জুলাই) ১১ ঘটিকায়  উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরনাকারী স্লোগান  ‘তুমি কে আমি কে, বাঙালী বাঙালী’ ‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠুক আরেকবার’ ‘মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘একাত্তরের রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়’ 'শেখ হাসিনার বাংলায় বিশৃঙ্খলার ঠাঁই নাই' ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। 

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রব তালুকদার, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, ওলামা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম খোকন, সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম আঙ্গুর, ঘাতক দালাল নির্মূল কমিটি পূর্বধলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম ইবনে আইয়ুব তুষার, মুক্তিযোদ্ধা সন্তান জাহিদ হাসান সাকিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ ছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরাও অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে নানা ধরণের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদ জানান।

এসআই

Wordbridge School
Link copied!