• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ 


লক্ষ্মীপুর প্রতিনিধি জুলাই ১৭, ২০২৪, ১২:২২ পিএম
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ 

ছবি : প্রতিনিধি

লক্ষ্মীপুর: বৈষম্যমূলক কোটাব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এসময় কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরের পুরাতন গোহাটা এলাকার বাসভবন থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। 

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিমুল, আব্দুল্লাহ আল খালেদ, সোহেল আদনান, লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহবায়ক আবুল বারাকাত সৌরভ, ছাত্রদল নেতা আব্দুল আজিজ মিশু, হাছিবুর রহমান অভি ও মাইনুল হাসান শাওনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, কোটা বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে শেখ হাসিনা রাজাকার আখ্যায়িত করেন। এর প্রতিবাদে যখন সারাদেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। তখন আওয়ামী লীগের নির্দেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি করেছে। এতে আমাদের এক ছাত্রদল নেতাসহ কয়েকজন মারা গেছে। হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে। সেই বিচার না করে তারা বিএনপির পার্টি অফিসে হামলা চালিয়েছে। 

জেইউবি/এসআই

Wordbridge School
Link copied!