• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ.লীগের হুন্ডা শোডাউন


লক্ষ্মীপুর প্রতিনিধি জুলাই ১৭, ২০২৪, ০২:২৫ পিএম
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ.লীগের হুন্ডা শোডাউন

লক্ষ্মীপুর: কোটা বিরোধী আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্ট অবস্থান কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। পরে হুন্ডা শোডাউন নিয়ে শহরের বাগবাড়ি হয়ে ঝুমুর, দক্ষিণ তেমুহনী ও উত্তর তেমুহনীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে ঝুমুর এলাকায় ইলিশ চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে সিনিয়র নেতারা। 

এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ও আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা কৃষক লীগের আহবায়ক সিএম আবদুল্লাহ, জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউসুফ পাটওয়ারী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শরীফসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। 

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের মাঝে বিএনপি-জামায়াতের লোকজন ঢুকে পড়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তাদের এ সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে মাঠে রয়েছে। 

আইএ

Wordbridge School
Link copied!