• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

পার্কের মোড়ের নাম ‘শহীদ আবু সাঈদ চত্বর’ করার দাবী শিক্ষার্থীদের


রংপুর ব্যুরো জুলাই ১৭, ২০২৪, ০৩:২২ পিএম
পার্কের মোড়ের নাম ‘শহীদ আবু সাঈদ চত্বর’ করার দাবী শিক্ষার্থীদের

রংপুর: কোটা সংস্কার আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পুলিশের গুলিতে নিহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ (২৩) এর স্মৃতি ও আত্মত্যাগকে সম্মান জানাতে পার্কের মোড়ের নতুন নাম “শহীদ আবু সাঈদ চত্বর” রাখেন শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার(১৬ জুলাই) দুপুরে আন্দোলনরত অবস্থায় পুলিশের ছোড়া গুলিতে নিহত হন সাঈদ। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে রংপুরের শিক্ষার্থীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী দাবী করেন পার্কের মোড়ের নতুন নাম “শহীদ আবু সাঈদ চত্বর” করার। সেইসাথে গুগল ম্যাপেও পার্কের মোড়ের নাম “শহীদ আবু সাঈদ চত্বর” করে দেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গতকাল দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এ সংঘর্ষে আবু সাঈদ নিহত হন।

আইএ

Wordbridge School
Link copied!