• ঢাকা
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ২ কার্তিক ১৪৩১

চুয়াডাঙ্গায় শিশু হত্যায় আসামির আমৃত্যু কারাদণ্ড


চুয়াডাঙ্গা প্রতিনিধি জুলাই ২৫, ২০২৪, ০৪:১৯ পিএম
চুয়াডাঙ্গায় শিশু হত্যায় আসামির আমৃত্যু কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শিশু রুবেল হোসেনকে হত্যার দায়ে আসামী মো. সোহাগ হোসেনকে যাবজ্জীবন (আমৃত্যু) সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে আসামীর উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাসুদ আলী এই রায় ঘোষণা করেন। 

নিহত রুবেল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিন আলীর ছেলে এবং আসামী সোহাগ একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ জুন বিকেলে আসামী সোহাগ কৌশলে রুবেলকে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের একটি খেজুর বাগানে নিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহতের বাবা ইয়ামিন আলী পরদিন চুয়াডাঙ্গা সদর থানায় সোহাগের নামে হত্যা মামলা দায়ের করেন। আসামী সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। আলোচিত এ মামলায় ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৪ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌসূলী সহকারী পাবলিক প্রসিকিউটর এসএম শরীফউদ্দিন হাসু জানান, বয়স বিবেচনায় আসামীর বিরুদ্ধে আমৃত্য যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। 

এসআই

Wordbridge School
Link copied!