• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

হিলিতে কমেছে সব ধরনের মাছ, মুরগী ও সবজির দাম 


হিলি প্রতিনিধি জুলাই ২৬, ২০২৪, ১১:৩০ এএম
হিলিতে কমেছে সব ধরনের মাছ, মুরগী ও সবজির দাম 

হিলি: দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। সপ্তাহ আগে যে বেগুন বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি সেই বেগুন আজকে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ১২০ টাকার করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।৫০ টাকার শসা বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। তবে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।

এদিকে মুরগীর বাজারে গিয়ে দেখা যায় ১৫০ টাকার বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি দরে। কেজিতে বয়লারের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে।পাকিস্তানী বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে।দাম কমেছে শুধু দেশি মুরগির দাম প্রতিকেজিতে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। 

ব্যবসায়ীরা জানান, কারফিউ জারির কারনে ক্রেতা সংকট হয়ে পড়েছে বাজারে। মাছের বাজারে ক্রেতার অভাবে পড়ে গেছে দাম। ২৪০ টাকার মিরগা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে।রুই বিক্রি হচ্ছে ২০০ টাকা আর ছিলবর কার্প মাছ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে।

সবজি বিক্রেতা মইনুল ইসলাম জানান, কয়েকদিনের তুলনায় আজকে বাজারের প্রত্যেকটা সবজির দাম কম তারপরও ক্রেতার দেখা নেই। তেমন বেচাকেনা নেই বললেই চলে। দোকানে এসে সময় পার করছি কোনোমতে।প্রত্যেকটা সবজির দাম কমেছর কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত।

এমএস

Wordbridge School
Link copied!