• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তিস্তা নদীর তীর রক্ষায় ব্লক ফেলতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৩


জেলা প্রতিনিধি, গাইবান্ধা জুলাই ২৮, ২০২৪, ১২:৫১ পিএম
তিস্তা নদীর তীর রক্ষায় ব্লক ফেলতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ৩

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর পশ্চিম তীরের ভাঙন রোধে ব্লক ফেলার কাজ করতে গিয়ে ট্রলার থেকে পড়ে তিন শ্রমিক নিখোঁজ ও ৮ জন শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) পৌনে ৩টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ তিন শ্রমিক হলেন— গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার হোসেন (৪০) এবং একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৪৫) এবং অপর আরেক জনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের তিস্তা নদীর ডানতীরের ভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ব্লক বসানোর একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রতিদিনের মতো শনিবার দুপুরে একটি ট্রলারে করে ৫০০ পিচ ব্লক নিয়ে নদীতে ফেলতে কাজ করছিলেন ২৮ জন শ্রমিক। এ সময় হঠাৎ করে ট্রলারটি ভারসাম্য রক্ষা করতে না পেরে নদীতে ডুবে যায়। পরে ট্রলারের চালকসহ ২৫ জন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠতে পারলেও উঠতে পারেননি ৩ জন শ্রমিক। তীরে উঠে আসা শ্রমিকদের মধ্যে ৮ জন শ্রমিক আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয়রা তাৎক্ষণিক নিখোঁজ ৩ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু রাত ৮ অবধি তাদের কোনো সন্ধান মেলেনি।

ওসি মো. মাহবুব আলম বলেন, ব্লক ফেলার সময় ২৮ জন শ্রমিকসহ একটি ট্রলার ডুবে যায়। এ সময় ২৬ জন শ্রমিক তীরে উঠে আসলেও ৩ জন শ্রমিক নিখোঁজ হয়। তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

এমএস

Wordbridge School
Link copied!