• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রাজশাহীতে আটকের পর অভিভাবকের জিম্মায় ৬ শিক্ষার্থী


রাজশাহী প্রতিনিধি: জুলাই ২৯, ২০২৪, ০৭:১৪ পিএম
রাজশাহীতে আটকের পর অভিভাবকের জিম্মায় ৬ শিক্ষার্থী

রাজশাহী: কোটা সংস্কার আন্দোলনের পক্ষে পোস্টার বানাতে গিয়ে রাজশাহীর নিউ মার্কেট এলাকার একটি প্রেস থেকে দুই নারী শিক্ষার্থীসহ ৬ জনকে আটক করেছিল পুলিশ। রোববার (২৮ জুলাই) সন্ধ্যা তাদের আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা দিয়ে নিজেদের জিম্মায় থানা থেকে ওই শিক্ষার্থীদের ছাড়িয়ে নেন তাদের অভিভাবকরা।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হওয়ার পরও তারা কেন কোটা আন্দোলনের পোস্টার বানাচ্ছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়েছিল। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে ওই শিক্ষার্থীদের তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

আইএ

Wordbridge School
Link copied!