ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল ও শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী প্লাটফর্মের শিক্ষার্থীরা পুলিশের বাঁধা অপেক্ষা করে ও থেমে-থেমে চলা বৃষ্টির ভোগান্তির মধ্যেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
শনিবার (৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
দুই মহাসড়কের বিভিন্ন গণপরিবহনের চালক, হেলপার, যাত্রী, পথচারী ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২ আগষ্ট) পূব ঘোষিত গণমিছিল কর্মসূচি পালনকালে দেশব্যাপী শিক্ষার্থী ও নাগরিকদের ওপর হামলার প্রতিবাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত নয় দফা দাবি আদায়ে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও আমজনতারা বিক্ষোভ করছেন।
এদিকে হাইওয়ে পুলিশের সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের এ বিক্ষোভের প্রভাবে মহাসড়কে যানবাহনে ধীরগতি ও জটিলতার সৃষ্টি হয়েছে।
এআর