• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

ছাত্র-জনতার বিক্ষোভে থমথমে চট্টগ্রাম


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৩, ২০২৪, ০৪:২৭ পিএম
ছাত্র-জনতার বিক্ষোভে থমথমে চট্টগ্রাম

চট্টগ্রাম: চট্টগ্রামে পূর্ব ঘোষিত বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে সাধারণ মানুষও অংশ নিয়েছে। শনিবার (৩ জুলাই) বিকেল পৌনে ৩টায় নগরের নিউমার্কেট এলাকায় বিক্ষোভ শুরু হয়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকে নিউমার্কেটের আশপাশে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে বিকেল পৌনে ৩টায় নিউমার্কেট মোড়ে শহীদ কামাল উদ্দিন চত্বরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা এসময় স্লোগান দেন ‘উই ওয়ান্ট জাস্টিস, ছাত্র হত্যার বিচার চাই, আমার ভাই মারলো কেন, বিচার চাই।’

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরুর পর নিউমার্কেটসহ আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সমাবেশ কেন্দ্র করে সিটি কলেজ এলাকায় অবস্থান নিয়েছে পুলিশের একটি দল।

আইএ

Wordbridge School
Link copied!