• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

বরিশালে শহিদদের স্মরণে আলোর মিছিল, এক দফা দাবি শিক্ষার্থীদের


বরিশাল প্রতিনিধি আগস্ট ৩, ২০২৪, ০৯:৫৯ পিএম
বরিশালে শহিদদের স্মরণে আলোর মিছিল, এক দফা দাবি শিক্ষার্থীদের

বরিশাল: বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহিদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হয়ে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে এ মিছিল শেষ হয়। এরপর শহিদ মিনারে প্রাঙ্গণে শতশত শিক্ষার্থী শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেন।

এসময় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়। এসময় হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। নয়তো হত্যার দায় নিয়ে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা। 

এআর

Wordbridge School
Link copied!