• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পোশাক কারখানার গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা


গাজীপুর প্রতিনিধি আগস্ট ৪, ২০২৪, ১২:০২ পিএম
পোশাক কারখানার গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ, কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে কোটা আনন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন পোশাক কারখানার গেটে অসহযোগ আন্দোলনের সমর্থন আদায়ে বিক্ষোভ করছে। শিক্ষার্থীদের বিক্ষোভের চাপে অনেক কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছেন।

জানা যায়, রোববার (৪  আগষ্ট) বেলা ১১ টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও শফিপুর এলাকার অনেক কারখানার গেটে শিক্ষার্থীরা অসহযোগ আন্দোলনে পোশাক শ্রমিকদের সমর্থন আদায়ে বিক্ষোভ চলমান রয়েছে।

এ দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গণমাধ্যমে জানিয়েছেন তারা পূব ঘোষিত আজকের অসহযোগ আন্দোলন সফল করার লক্ষে পোশাক শ্রমিকদের সমর্থন আদায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অপরদিকে শিক্ষার্থীদের আন্দোলনের করণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন বন্ধ হয়ে পড়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!