• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষে নিহত ২, আহত ২০


মুন্সীগঞ্জ প্রতিনিধি আগস্ট ৪, ২০২৪, ১২:১৮ পিএম
আন্দোলনকারীদের সঙ্গে আ.লীগের সংঘর্ষে নিহত ২, আহত ২০

মুন্সীগঞ্জ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মুন্সীগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে শহরের সুপার মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আবু হেনা মোহাম্মদ জামাল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের নামপরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। জরুরি বিভাগে ২০ জনের বেশি আহত মানুষ এসেছেন।

নিহত দুইজনই পুরুষ এবং তারা পেশায় শ্রমিক।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, হতাহতের সংখ্যা এখনো বলতে পারছি না। তবে, পুলিশ কোনো গুলি চালায়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে আজ থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এমটিআই

Wordbridge School
Link copied!