• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

একদফা দাবি আদায়ে উত্তাল পঞ্চগড়, আ.লীগ কার্যালয়ে আগুন


জেলা প্রতিনিধি, পঞ্চগড় আগস্ট ৪, ২০২৪, ১২:৫৮ পিএম
একদফা দাবি আদায়ে উত্তাল পঞ্চগড়, আ.লীগ কার্যালয়ে আগুন

ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচির আলোকে পঞ্চগড়ে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে উত্তাল পুরো শহর,অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আ.লীগের দলীয় কার্যালয়ে।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের চৌড়ঙ্গী মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এসময় একদফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায় তাদের। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে হামলা করে অগ্নিসংযোগ করে।

এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও।

এর আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পঞ্চগড় আদালত চত্বর থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি চৌড়ঙ্গী মোড়ে এসে জনস্রোতে রূপ নেয়।

এছাড়াও তেঁতুলিয়া উপজেলায় চৌরাস্তা মোড়ে একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

এমএস

Wordbridge School
Link copied!