নড়াইল: জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ আওয়ামী লীগের একাধিক নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার (০৫ আগস্ট) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মকাণ্ড চলে। এসময় জেলা আওয়ামী লীগে কার্যালয়, বঙ্গবন্ধু ম্যুরালসহ বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়। তবে এসব ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরের পর নড়াইলে বিজয়োল্লাসে নামে সাধারণ মানুষ। বিকালে শহরের চৌরাস্তায় বিজয়োৎসবের পর তারা মহিষখোলায় অবস্থিত মাশরাফি বিন মর্তুজার বাড়িতে হামলা ও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুদ্ধ জনতা।
এসময় মাশরাফি বাড়ির পাশে থাকা নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে শহরের টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুর করে হয়।
এদিকে বিকাল সাড়ে চারটার দিকে শহরের কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলু বাড়িতে আগুন দেওয়া হয়। এতে দুইট প্রাইভেটকার পুড়ে যায়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এআর