• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

যশোরে আ.লীগ নেতার পাঁচ তারকা হোটেলে আগুন


যশোর প্রতিনিধি: আগস্ট ৫, ২০২৪, ০৯:৫৮ পিএম
যশোরে আ.লীগ নেতার পাঁচ তারকা হোটেলে আগুন

যশোর: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ। শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগ করা হয়। সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, জাবির হোটেলে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ হাসপাতালে রয়েছে। এছাড়া আহত প্রায় শতাধিক।  

যশোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জরুরি কল সেন্টার থেকে জানানো হয়, জাবির হোটেল ইন্টারন্যাশনালে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এই মুহূর্তে হতাহতের সংখ্যা বলতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীদের। তাদের কাজে সহোযোগিতা করছেন শিক্ষার্থীরাও।

আইএ

Wordbridge School
Link copied!