• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

গোপালগঞ্জে আ.লীগের লাঠি মিছিল


গোপালগঞ্জ প্রতিনিধি: আগস্ট ৬, ২০২৪, ০৯:৪৬ পিএম
গোপালগঞ্জে আ.লীগের লাঠি মিছিল

গোপালগঞ্জ: সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্নভাবে চাপ দিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়েছে দাবি করে দফায় দফায় লাঠি মিছিল করেছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অন্যদিকে শেখ হাসিনাকে স্বৈরশাসক আখ্যা দিয়ে পদত্যাগের খুশিতে জেলার দুই উপজেলা কাশীয়ানী ও মুকসুদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে দুপুরে জেলা শহরে লাঠি মিছিল করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

তারা বলেন, দেশ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে। পরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। 

এর আগে সকালে জেলার টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। টুঙ্গিপাড়া বাসস্ট্যান্ডে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা । 

অন্যদিকে সকালে শেখ হাসিনার পদত্যাগের খুশিতে মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা সদরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। 

আইএ

Wordbridge School
Link copied!