জামালপুর: জামালপুর জেলা কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে জেলা কারাগার থেকে ফাঁকা গুলিবর্ষণ শুরু হয়। বিকেল ৩টা পর্যন্ত থেমে ফাঁকা গুলির শব্দ পাওয়া যায়। মুহুর্মুহু গুলির শব্দের জেলা শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। আশপাশের লোকজন দ্রুত ওই এলাকা থেকে সরে পড়ে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) তিন কারারক্ষী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাগারের ভেতরে প্রায় দুই ঘণ্টাব্যাপী থেমে থেমে গুলি চলছিল এবং ধোঁয়া বের হচ্ছে। এই মুহূর্তে সেখানে কী ঘটেছে তা জানা যাচ্ছে না। সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারপাশ ঘিরে রেখেছেন।
আহত তিন কারারক্ষী জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতরা হলেন- কারারক্ষী রুকনুজ্জামান (৫০), সাদেক আলী (৪৫) ও জাহিদুল ইসলাম (৪১)।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জেল সুপার (অতিরিক্ত চলতি দায়িত্ব) সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. নবিন বলেন, অসুস্থ হয়ে তিনজন কারারক্ষী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমএস