• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জ কারাগারে ফাঁস নিলেন বন্দি


জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ  আগস্ট ৯, ২০২৪, ০৩:৫২ পিএম
সিরাজগঞ্জ কারাগারে ফাঁস নিলেন বন্দি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা কারাগারে গলায় ফাঁস নিয়েছেন পাপ্পু (৩২) নামের এক বন্দি। পরে তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শুক্রবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা কারাগারে এ ঘটনা ঘটে। তিনি মাদক মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন বলে জানিয়েছেন কারা কতৃপক্ষ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা। 

পাপ্পু সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা। তিনি গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। 

সিরাজগঞ্জ কারাগারের জেলার আল নূর মো. রেজা বলেন, পাপ্পু দুপুর ১২টার দিকে কারাগারের অভ্যন্তরের টয়লেটে লুঙ্গি জাতীয় একটি পোশাক দিয়ে ফাঁস নেন। পরে কারা কতৃপক্ষ তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জেলার বলেন, পাপ্পু একটি মাদক মামলায় গত বছরের ২৯ মে থেকে জেল হাজতে ছিলেন। বর্তমানে হাসপাতাল মর্গে তার মরদেহ রাখা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

এমএস

Wordbridge School
Link copied!