• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজশাহীতে লুটকৃত মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনাবাহিনী


রাজশাহী ব্যুরো আগস্ট ১০, ২০২৪, ০১:২১ পিএম
রাজশাহীতে লুটকৃত মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনাবাহিনী

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহীতে লুটকৃত মালামাল উদ্ধারে মাঠে নেমেছেন সেনাবাহিনী। শনিবার ন(১০ আগস্ট) সকালে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়। উদ্ধার করা হয় রাজশাহীর হাইটেক পার্কে হামলা চালিয়ে লুটকৃত বিভিন্ন মালামাল। সকাল ১১টার দিক থেকে এ অভিযান শুরু হয়। এসময় নগরীর শ্রীরামপুর, ভেড়িপাড়া এলাকা হতে বেশকিছু মালামাল উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরই সারা দেশের বিভিন্ন স্থাপনায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরে মেতে উঠে দুর্বৃত্তরা। একইদিন রাজশাহীতেও ব্যাপক হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুরে মেতে উঠে দুর্বৃত্তরা। নগর ভবন, হাইটেক পার্ক, আমএমপি কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেরসকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে।

এসআই

Wordbridge School
Link copied!