• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ভাসানচরে ট্রলার ডুবে ৪ রোহিঙ্গার মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি আগস্ট ১০, ২০২৪, ০৮:১০ পিএম
ভাসানচরে ট্রলার ডুবে ৪ রোহিঙ্গার মৃত্যু

নোয়াখালী: ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের অদূরে একটি মালবাহী ফিশিং ট্রলার ডুবে শিশুসহ চার রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন একজন।

শনিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে এ ঘটনা ঘটে। ট্রলারটি চট্টগ্রাম থেকে মালামাল ও রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরে যাচ্ছিল।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, চট্টগ্রাম থেকে ভাসানচর আসার পথে ঝড়ের কবলে পড়ে ট্রলারিটি ডুবে যায়। ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিলেন। এদের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন।

আইএ

Wordbridge School
Link copied!