Menu
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে মা মেরিনা বেগম (৪৫) ও মেয়ে সাথী আক্তার (১৪) নামে দুজনের একসাথে মৃত্যুর খবর পাওয়া গেছে।
রবিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উশধারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার সৈয়দ আলীর স্ত্রী মেরিনা বেগম মেয়ে সাথী আক্তার দুজনে মিলে ধানক্ষেতে নিড়ানি দিতে মাঠে যাই। দুপুরে হঠাৎ ঘন মেঘ বৃষ্টি আসলে তারা বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। এসময় ঘটনাস্থলে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান আহমেদ হোসেন বিপ্লব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছি। একসাথে বজ্রপাতে মা মেয়ের মৃত্যু খুবই দুঃখজনক।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT