• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাজার মনিটরিংয়ে বরিশালে ভোক্তা ও শিক্ষার্থীদের অভিযান


বরিশাল প্রতিনিধি আগস্ট ১২, ২০২৪, ০৪:২২ পিএম
বাজার মনিটরিংয়ে বরিশালে ভোক্তা ও শিক্ষার্থীদের অভিযান

বরিশাল: বরিশাল নগরীর বিভিন্ন কাঁচা বাজারের নিত্য প্রয়োজনী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং করেছেন ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ সংরক্ষনের কর্মকর্তাবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোমবার বেলা ১২টায় নগরীর কাঁচা বাজার ও পেয়াজ পট্টির পাইকারী আড়ত ও খুচরা বাজারে সচেতনতামূলক অভিযানে ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র, সহকারী গবেষনা পরিচালক আনোয়ার হোসেন, নমুনা সংগ্রকারী আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের শিক্ষার্থী সাকিবুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
এআর

Wordbridge School
Link copied!